জ. ই বুলবুল, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেছেন, নারীরা এখন অনেক এগিয়ে গেছে। তারা বিসিএস ক্যাডার হচ্ছে। স্বামীর কোন কাজ না থাকলেও তারা চাকরি করে সংসার চালাচ্ছে।
ছেলে-মেয়ে উভয়ের লেখাপড়াই সমাজের সকল বিশৃঙ্খলা দূর করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
১৫ জুলাই শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউনিয়নের চর গোঁসাইপুর গ্রামের ঈদগাহ মাঠে আয়োজিত শান্তি সমাবেশে এমপি বুলবুল এ বক্তব্য প্রদান করেন।
এসময় নবীনগরে চলমান ও শেষ পর্যায়ের প্রায় ২২শ কোটি টাকার উন্নয়নমূলক কাজের বর্ণনা করে নবীনগরের উন্নয়নে আর কি কি করা যায়, সে সম্পর্কে পরামর্শ চান তিনি।
জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সুজিত কুমার দেবের সভাপতিত্বে এতে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নজু, নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস সাইফুল রহমান সোহেল, উপজেলা আওয়ামী লীগ নেতা নিয়াজুল হক কাজলসহ অন্যান্যরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available