সিলেট প্রতিনিধি: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের ধাক্কায় ফয়সল মাহমুদ (২৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ।
১৬ জুলাই রোববার বেলা সাড়ে ১২টায় মোগলাবাজার থানার পারাইরচক চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সল মাহমুদের বাড়ী সিলেট জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাইন উদ্দিন।
আটকরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহবুবুর রহমান (১৭) ও কোনাচর গ্রামের সামি (১৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিলো পুলিশ। বেলা সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা একটি মোটরসাইকেলকে চেকপোস্টে থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল মাহমুদ দৌড়ে গিয়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীরা চলে যান।
এ সময় ফয়সল মাহমুদ মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। অন্য পুলিশ সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি এসএম মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available