রংপুর ব্যুরো: রংপুরের হাজীরহাট থানা পরিদর্শন শেষে থানার সকল পুলিশ সদস্যদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, আরপিএমপি।
১৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় হাজীরহাট থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাজীরহাট থানার পক্ষ থেকে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদান শেষে মনিরুজ্জামান পুলিশ সদস্যদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন। এসময় তিনি নগরী থেকে মাদক এবং জুয়া নির্মূলে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদের হয়রানি না করা ও সর্বোচ্চ সেবা দান করার বিষয় উল্লেখ করেন।
পাশাপাশি তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নীতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য ও তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ মতবিনিময় সভা শেষে তিনি থানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং থানা কম্পাউন্ডসহ মালখানা ও অস্ত্রাগার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) সোহানুর রহমান সোহাগ, অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available