• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ

১৯ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭:২২

নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

১৯ জুলাই বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) মো. আমিনুল হকের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হয়।

আজকের সাক্ষ্য শেষে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ৭ সেপ্টেম্বর। সাক্ষ্যদাতা হলেন জহিরুল হক।

এর আগে কড়া নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আাদালতে আনা হয়। মামলার কার্যক্রম শেষে তাকে আবার নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আজ নূর হোসেনের বিরুদ্ধে জহিরুল হক নামে একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিউটি আক্তার বলেন, আজ জহিরুল হক নামে একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেছেন।

২০২২ সালের ৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালতে নূর হোসেনসহ ১১ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা মাদক এবং অস্ত্র মামলায় চার্জগঠন করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন মোস্তফা জামান চার্চিল, আলী মাহমুদ, রিপন ওরফে ভ্যানিজ রিপন, নুরুদ্দিন, শাহজাহান, শাহজালাল বাদল, সানাউল্লাহ, হারুন অর রশিদ ও মাসুদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫