টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে বঙ্গোপসাগরের সৈকতে ভেসে এসেছে হেলাল উদ্দীন (২৫) নামের এক জেলের মরদেহ। ২০ জুলাই বৃহস্পতিবার ভোরে উপজেলার ছোঁয়ানখালী সমুদ্র এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত হেলাল উদ্দীন টেকনাফ বাহার ছড়া ইউনিয়নের নুরুল আলমের ছেলে।
জেলেরা জানান, বুধবার ভোরে হলবনিয়া ঘাট থেকে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়েছিলো কয়েকজন জেলে। মাঝ সাগরে তারা ঝড়ের কবলে পড়েন। ওই নৌকায় থাকা সব জেলেরা সাঁতার কেটে তীরে আসতে পারলেও হেলাল স্রোতের টানে সাগরে ভেসে যায়। পরে বৃহস্পতিবার সকালে তার মরদেহটি পাওয়া যায়। মরদেহের পরিচয় জানতে হেলালের এলাকায় খবর দেযা হয়। স্বজনেরা এসে তার পরিচয় নিশ্চিত করেন বলে জানিয়েছে ওই এলাকার বাসিন্দা মো. সরওয়ার।
বিষযটি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো. জোবাইর সৈয়দ জানান, ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সাগরে মাছের প্রজনন মৌসুমে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। তবুও কিভাবে জেলেরা সাগরে মাছ শিকার করতে যেতে পারে এমন প্রশ্ন সচেতন মহলের। অনেকেই মন্তব্য করেছেন, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞার দেখবালে থাকা দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে টেকনাফের সিনিয়র মৎস অফিসার দেলোয়ার হোসেন জানান, ৫৫ কিলোমিটার উপকূলের ৪২টা ঘাটে মোবাইল কোর্টের অভিযান চলমান রয়েছে। তবুও কেউ যদি ফাঁকি দিয়ে চলে যায়, আমরা কয়টা পাহারা দিতে পারব?
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available