• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

২০ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮:৪৭

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরের লালাখাল সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

২০ জুলাই বৃহস্পতিবার সকালে সারী নদীর তেলাঞ্জি নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

নিহত যুবক জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন (২২)। গুলিবিদ্ধরা হলেন- উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) এবং মিজান মিয়া (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সারী নদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি এলাকায় পাথর আনতে যান রুবেল হোসেন, আব্বাস মিয়া ও মিজান মিয়া। এ সময় ভারতীয় খাসিয়ারা তাঁদের ওপর ছররা গুলি ছোড়ে। তিনজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন। আহতদের মধ্যে রুবেলকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে রুবেল নামের এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যরা ভুল তথ্য দিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দেখা যায় তার শরীরের একাধিক স্থানে খাসিয়াদের ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। অপর আহত দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের পুলিশ খুঁজছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫