নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বাজারে সবজি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। তবে অন্য সব পণ্যের দাম অপরিবর্তিত আছে।
সরেজমিনে ঢাকার ভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারভেদে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৮০ টাকায়। গত সপ্তাহ লেয়ার মুরগির কেজি ছিল ৩৮০ থেকে ৪০০ টাকা। গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। হাঁসের ডিমের ডজন ২১০। দেশি মুরগির ডিমের ডজন ২১০ টাকা।
এছাড়া ভারতীয় পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা। আদার কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। চায়না আদার কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা। আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
বাজারে খোলা চিনি প্রতি কেজি ১৩৫ থেকে ১৪০ টাকা। খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। প্যাকেট আটার কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে অন্যান্য শাক-সবজি, মাছসহ বাকি সব পণ্যের দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ক্রেতা-বিক্রেতারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available