এম খায়রুল ইসলাম পলাশ: ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭জন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ২৫ জন। ২২ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদেরকে বরিশাল শের ই বাংলা মেডিকেলের কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলো বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলো একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দৌড়াদৌড়ি করে উদ্ধারের চেষ্টা চালায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ২৫ জন যাত্রীকে উদ্ধার করা হলেও এরমধ্যে ১৭জন যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। নিহতদের পরিচয় এখনও জানা যায় নি।
জেলা পুলিশের উদ্ধারযন্ত্র ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যসহ স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পরে বাসটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস তাদের মেশিন দিয়ে পুকুরের পানি সড়িয়ে ফেলার কাজ করছে। এরমধ্যে এখনও কি পরিমাণ যাত্রী আছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।
জেলা প্রশাসক ফারাহ গুল নিজুম, জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের সমন্নয়ক আলহাজ আমির হোসেন আমু এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত নিহত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্ঠা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available