• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীর ডিমলায় নির্বাচনী সহিংসতা: গ্রেফতার ১১

২২ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২৫:২০

নীলফামারীর ডিমলায় নির্বাচনী সহিংসতা: গ্রেফতার ১১

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাথে সহিংসতা ঘটনা ঘটে উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পন্ডিতপাড়া গ্রামে। ১৭ জুলাই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে টেপা খড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামে দক্ষিণ খড়িবাড়ী পন্ডিতপাড়া সরকারি বিদ্যালয়ের ভোটকে কেন্দ্রে করে ভোট গণনা শেষে বৈদ্যুতিক পাখা মার্কার সাধারন সদস্য পদপ্রার্থী ফেরদৌস মিয়া নির্দেশে তার সমর্থকরা বিজিবি ও পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বেশ কয়েকজন বিজিবি সদস্য আহত হয়। পরে তাদেরকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৮ জুলাই মঙ্গলবার নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) নায়েব সুবেদার নজরুল ইসলাম বাদী হয়ে ১৮ জুলাই ডিমলা থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আর ৩০০-৪০০ জনকে আসামী আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং - ১৭। মামলার পর থেকেই ঐ গ্রামে এখন গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

২২ জুলাই শনিবার সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনী সহিসতার ঘটনায় গ্রামে এখন থমথমে পরিস্থিতি রিরাজ করছে। তারা আরও জানান গ্রেফতারের ভয়ে গ্রামটি এখন পুরুষ শূন্য।


এ ঘটনায় ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, বেআইনিভাবে অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের আহত করা, ব্যালট পেপার ছিনতাই করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা ও ক্ষতিসাধন করায় এ মামলা করা হয়েছে।

ঘটনায় অভিযুক্ত মো. হাবিব (৩০), মো. ফরহাদ আলী (৩৫), মো. হাবিবুর রহমান হাবু (৩০), মো. আনিসুর রহমান (৩৩), আব্দুল করিম (৪০), তাসিন (২৩), রবিউল ইসলাম (৩০), কামিনুর রহমান (৩৪), ফজল মিয়া রানা (৩৫), মো. মাসিদুল ইসলাম (৩০), মো. আবু জাহিদকে (৩৮) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫