নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যায় আসামী। ২০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামসহ তার দলবলের হামলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমান ও পুলিশের দুই সদস্য মনিরুজ্জামান ও আসাদুজ্জামান গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাদক কারবারী সাইদুল ইসলামকে আটক করে তাকে হাতকড়া পড়ায়। এ খবর ছড়িয়ে পড়লে তার দলবল এসে হামলা করে। এই সুযোগে সাইদুল ইসলাম সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমানের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। এসময় তার দলবলের হামলায় আরও ২ পুলিশ সদস্য আহত হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মাদক কারবারী সাইদুলকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আহত তিনজনকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামের নামে একাধিক মামলাসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এই ঘটনায় ডাঙ্গাপাড়া গ্রামের মৃত্যু ইউনুস পন্ডিতের ছেলে এজাহারভুক্ত আসামী আলিফ নূরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available