মানিকগঞ্জ প্রতিনিধি: নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। যারা সরকার গঠন করতে চান তাদের একটি মাত্র উপায় নির্বাচনে অংশ গ্রহণ করা। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয়। ষড়যন্ত্রের পায়তারা করে কোন লাভ হবে না। ২২ জুলাই শনিবার বিকাল ৪ টায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলায় মুক্তিযুদ্ধে হরিনা ক্যাম্প (হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমনের উপর নির্মিত ম্যুরাল উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির নিকট থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশীদের নিকট ধরনা দিয়ে লাভ হবে না। বিদেশী কুটনীতিকরাও দুইএকদিন পর টের পাবে, তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্বে আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দেবো। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য যারা দায়িত্বে থাকবে তারা খুব পরিক্ষিত। তারা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এখানে এসেছেন। তাদের কোন অভিজ্ঞতায় ঘাটতি নেই। নির্বাচন কমিশনের মাধ্যমে সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা তারা করতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available