কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা- ২ সংসদীয় আসনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এ সভার আয়োজন করা হয়। এসময় সভায় খন্ড খন্ড মিছিল নিয়ে সভায় যোগ দেন ঢাকা-২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা, কামরাঙ্গীচর, সাভারের তেতুলঝড়া, আমিন বাজার ও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ বিশেষ প্রতিনিধি সভা শুরু হয়। এসময় ঢাকা-২ আসনের প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন। এ সময় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী শাহীন আহমেদ।
এসময় শাহীন আহমেদ বলেন, আপনারা সবাই জানেন, তৃণমুলের নেতাকর্মীদের চাওয়ার প্রেক্ষিতে আমি গত ২০১৮ সালের জাতীয় নির্বাচন করতে চেয়েছিলাম। তখন আমাদের নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে বলেছিলেন, শাহীন তুমি এবার নির্বাচন কর না, আমি তোমার বিষয়টা আগামীতে দেখব। আমি নেত্রীর কথা অনুযায়ী নির্বাচন করিনি। আবারও নির্বাচন এসেছে, এবার নেত্রী আমাকে ঢাকা-২ আসনের নৌকা দেবে এবং আমি নেত্রীকে নৌকার জয় এনে দেব, ইনশা আল্লাহ।
প্রতিনিধি সভায় তৃণমূলের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, ঢাকা-২ আসনের তৃণমুলের নেতাকর্মীরা শাহীন আহমেদকে যেকোনো সময় কাছে পায়। আমরা তৃণমূলের সব বিষয়ে শাহীন আহমেদের কাছে যেতে পারি। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমুল যার নৌকা তার। ঢাকা-২ আসনের তৃণমুল শাহীন আহমেদের। তাই আমরা নেত্রীর কাছে আমাদের দাবি জানাই, আগামী নির্বাচনে ঢাকা-২ আসনের নৌকার মনোনয়ন যেন শাহীন আহমেদকে দেওয়া হয়।
ঢাকা-২ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে প্রতিনিধি সভার অনুষ্ঠান সঞ্চালনা করেন শাক্তা ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান হাজী সালাউদ্দিন লিটন। এ এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন, সদস্য সোহরাব হোসেন খোকন, উপদেষ্টা এম এ গফুর, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক, কেরানীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন ফারুক, সালাউদ্দিন লিটন, ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের আহ্বায়ক রেশমা জামান, ঢাকা জেলা পরিষদ সদস্য মিন্টু হোসেন, সাভার থানা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রতন, ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচএম মাসুদ মিন্টু প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available