• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শীঘ্রই চালু হচ্ছে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা উপবৃত্তি: ক্রিড়া প্রতিমন্ত্রী

২৩ জুলাই ২০২৩ রাত ০৮:৫৭:০২

শীঘ্রই চালু হচ্ছে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা উপবৃত্তি: ক্রিড়া প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি: নতুন নতুন খেলোয়াড় তৈরিতে আগামী মাস থেকে চালু করা হবে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা উপবৃত্তি। প্রাথমিক পর্যায়ে স্কুল ও কলেজে অধ্যয়নরত ৫০০ জন খেলোয়ারদের এ সুবিধার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিকদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্মাণ করা হবে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ২৩ জুলাই রোববার বেলা ১২ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে খোলাধুলার মানোন্নয়ন' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখার সময়  যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার পটুয়াখালী কাজী  আবুল কাশেম স্টেডিয়ামের পূর্ণাঙ্গ গ্যালারী নির্মাণ করে দিয়েছে, পেভিলিয়ন করা হয়েছে। প্রেসবক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। ২৬ কোটি  টাকা রাখা হয়েছে যা দিয়ে সকল কাজ করা হবে।

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান ও এসএম শাহাজাদা সাজু, জেলা আওয়ামি লীগ নেতৃবৃন্দ, পুলিশ সুপার, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা সংস্থা ও যুব উন্নয়ন অধিদফতরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় বঙ্গবন্ধু ক্রীড়া সেবী ফাউন্ডেশন হতে পটুয়াখালী জেলার আহত ও অসচ্ছল খেলোয়াড় ও ক্রীড়া প্রেমিকদের অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগে পটুয়াখালী এডভোকেট আবুল কাসেম স্টেডিয়ামের উন্নয়ন ও সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০