দিনাজপুর প্রতিনিধি: শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। রোগীদের সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই মন-মানষিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনুষত্যের বিকাশ না ঘটলে আপনি কখনও ভালো ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে। ২৩ জুলাই রোববার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ৩২ তম ব্যাচের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের এমবিবিএস কোর্স ওরিয়েন্টেশন ক্লাশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা চিকিৎসক হতে পারতাম না। ডিসি-এসপি, মন্ত্রী, এমপি হতে পারতাম না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদে আছে, দেশ এগিয়ে যাচ্ছে। আর কখনও পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা মানেই উন্নয়ন। আজকে পদ্মা সেতু, মেট্রোরেলসহ সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন। বিশেষ করে মহামারি করোনাতে যেখানে মানুষ নিজের জীবনকে বাচাতে ছোটাছুটি করেছে ঠিক সেই মুহুর্তে চিকিৎসকরা করোনা রোগীর সেবা করেছেন। জীবন বাচানোর চেষ্টা করেছেন। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা মানবসেবায় স্মরণীয় হয়ে থাকবে এদেশের মানুষের কাছে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিচুর রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, দিনাজপুর স্বাচিবের সভাপতি ডা. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ডা. আহাদ আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ইন্টার্ণ কো-অর্ডিনেটর সহযোগি অধ্যাপক ডা. নুরুজ্জামান, ডাঃ নুরুল ইসলাম, ডাঃ আনিকা ফারহা প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available