নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ২ হাজার ৫৩ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ী ও উৎপাদনকারীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ২৩ জুলাই রোববার সাড়ে আটটায় উপজেলার বসলৈ ও কান্তাকিসমত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
২৪ জুলাই সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানায় র্যাব।
আটকরা হলেন- উপজেলার বসকৈরে মৃত রতিয়া পাহান ছেলে শ্রী নীরেন পাহান (৪৮), কান্তাকিসমতের মৃত কৃষ্ণ পাহান ছেলে শ্রী বাবুল পাহান (৩৪) ও মৃত উকিল পাহান ছেলে অসীম পাহান (৩৪)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বাড়িতে উৎপাদন এবং উৎপাদিত চোলাই মদ সংরক্ষণ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।
গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available