মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করে মানুষকে প্রমাণ করুন আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে। আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না। অসাংবিধানিকভাবে আপনারা কথা বলেন। নির্বাচনে আসুন, পরিক্ষা হয়ে যাক; কার কতটুকু শক্তি আছে, কার কতখানি ভোট আছে। নির্বাচনে আসলেই তা প্রমাণ হয়ে যাবে।
২৩ জুলাই রোববার বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা, সাটুরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে স্বাস্থ্যমন্ত্রীকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, বিএনপি এই দেশকে দেউলিয়া করে দিয়েছে। এই দেশকে তারা কখনওই আপন করে নিতে পারেননি। এখন তারা হুমকি দেয় আওয়ামী লীগকে তাড়িয়ে দিবে। আওয়ামী লীগ এতো ছোট দল নয়, এটি হিমালয় পর্বতের মত দাঁড়িয়ে আছে। এ হিমালয় পর্বতকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিতে পারে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাইমুর রহমান দুর্জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের সাতটি উপজেলা ও দু’টি পৌরসভায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এসব কাজের মাধ্যমে তিনি আমাদের জনগণের কাছে ভোট চাওয়ার সুযোগ করে দিয়েছেন। মানিকগঞ্জ জেলা একটা সময় অনেক অবহেলিত ছিল। আর এখন এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মো. রমজান আলী, সহ-সভাপতি গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি এম সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available