লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক লোকমান (৩৫) ও যাত্রী শাহাদাত (৩২) গুরুতর আহত হয়েছে।
২৪ জুলাই সোমবার বেলা ১টার দিকে উপজেলার মাইনী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইনী বাজার থেকে একজন যাত্রী নিয়ে মোটরসাইকেলটি লংগদু যাচ্ছিলো। পাশ থেকে হঠাৎ ট্রলিটি রাস্তার উপর চলে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক লোকমান ও যাত্রী শাহাদাত গুরুতর আহত হয়। স্থানীয়রা শাহাদাতকে লংগদু সদর হাসপাতাল ও চালক লোকমানকে আশংকাজনক অবস্থায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি দেখে লোকমানকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।
লোকমানের বড় ভাই রমজান বলেন, আমার ছোট ভাই রমজান পেশায় একজন মোটরসাইকেল চালক। সে প্রতিদিনের ন্যায় আজও ভাড়া নিয়ে লংগদু যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।
ইবনে সিনা হাসাপাতালের নিয়মিত ডাক্তার মো. মানসুরুর রহমান বলেন, একজন রোগীকে গুরুতর অবস্থায় আমাদের এখানে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে চট্রগ্রাম রেফার করি।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা বিষয়টি অবগত আছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available