রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস ভবনের দোতলা থেকে পড়ে নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।
২৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টায় নিহত শিক্ষার্থীর বড় ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে কাপ্তাই থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩।
মামলার বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই মাহাবুবুর রহমান জানান, আমার ভাইয়ের মৃত্যু স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিনা, আমার ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমি এ ঘটনায় তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি। আর আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের গাফিলতিও আছে বলে আমরা মনে হয়। কারণ আমার ভাই যে ছাত্রাবাসের দোতলায় থাকতো সেখানে জানালায় কোন গ্রীল কিংবা দরজা ছিলোনা। এবং ঐ জানালা দিয়ে শিক্ষার্থীরা অবাধে আসা-যাওয়া বরতো মাত্র দেড়ফিটের একটি সানসেটে। অথচ এসব বিষয়ে কতৃপক্ষ ছিলো উদাসীন। তাদের অবেহেলার কারনেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এখানে সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে। সবকিছু মিলিয়ে আমি এ হত্যাকাণ্ডর সুষ্ঠ বিচার দাবি করছি।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, এ ঘটনায় ঐ শিক্ষার্থীর পরিবার থানায় যেহেতু মামলা করেছে সুতরাং পুলিশের তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে-আলম জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই ২৪ জুলাই সোমবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে এবং আইনানুগ পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়ন্সে এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ৫৫ তম ব্যাচের ৫ম সেমিস্টারের ছাত্র শেখ সাদিকুর রহমান ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিউতে থাকা অবস্থায় গত ১৯ জুলাই সকাল ১০ টায় তার মৃত্যু হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available