নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে কল্যান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর সমবায় মার্কেটে শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আমিন সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। আরও উপস্থিত ছিলেন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী খান।
আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ট্রাক-ট্যাংক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার, সংগঠনের নেতাকর্মী ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রমিকনেতৃবৃন্দসহ অনেকে।
অনুষ্ঠানে আলোচনায় বক্তারা বলেন, বাস শ্রমিকরা সবাইকে সেবা দিয়ে যাচ্ছে বিনিময়ে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে না। সরকারের বিভিন্নক্ষেত্রে কল্যানমূখী উন্নয়ন প্রকল্প থাকলেও শ্রমিকদের কল্যান বলার মতো কিছুই হয় নি। মৃত শ্রমিকদের পরিবার কোন অনুদান বা সহায়তাও পায় না। এ দিকে সরকারের উন্নয়ন ও দৃষ্টি দেওয়ার আহবান জানান তারা।
এ সময় বিভিন্ন দূর্ঘটনায় নিহত ১৮ জন শ্রমিকের পরিবারকে ৩ লক্ষ ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available