কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে কাজিপুরে ৪৯০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। জনশুমারি ও গৃহগণনা- ২০২১ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট) বিতরণ করা হয়।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার শহিদ এম.মনসুর আলী আধুনিক অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাজিপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদা খাতুন, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলুসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available