গাজীপুর প্রতিনিধি: এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় করণসহ ১০ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।
২৪ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো.আল মামুনের হাতে আন্দোলনরত শিক্ষকরা স্মারকলিপি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের শ্রীপুর উপজেলার সভাপতি আক্তারুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক আহম্মদ আলী শেখ, শিক্ষক নেতা আলমগীর হোসেনসহ শিক্ষক ও কর্মচারি ঐক্যজোটের নেতাকর্মীরা।
তাদের জোটের দাবিগুলো হলো- শিক্ষাখাতে মোট বাজেটের জিডিপি ৫ শতাংশ বরাদ্দ। আসন্ন ঈদুল আজহার পূর্বেই শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা প্রদান। আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হলে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান। সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান। বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু। সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান। ইএফটি’র মাধ্যমে বেতন প্রদান। প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান এবং মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা।
এসময় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের শ্রীপুর উপজেলার সভাপতি আক্তারুল আলম মাস্টার বলেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসা-কারিগরি শিক্ষকরা তাদের বেতন-ভাতাসহ সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। আমলাতান্ত্রিক জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মাসিক বেতন-ভাতা পেতেও পরবর্তী মাসের ২০ তারিখ পার হয়ে যাচ্ছে। এসব নিয়ে বারবার আন্দোলন করে আসলেও আমলে নেওয়া হচ্ছে না। শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে সারাদেশে একযোগে আন্দোলনে নামবে শিক্ষক ও কর্মচারিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available