• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের অর্থনৈতিক প্রতিনিধিদলের বৈঠক

২৫ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৩১:১৫

আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের অর্থনৈতিক প্রতিনিধিদলের বৈঠক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করেছে জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন (এসকেপ)।  দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


২৫ জুলাই মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ভিআইপি লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ১০ সদস্যের প্রতিনিধি দলটি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে চতুর্দেশীয় বন্ধন আরও বেশি শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়াও বৈঠকে আখাউড়া স্থলবন্দর, কাস্টমস এবং আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণে অবকাঠামো উন্নয়নে কি ধরনের পরিকল্পনা নেয়া যায়, তা বাস্তবায়নে প্রতিনিধিদলটি বৈঠকে ফলপ্রসূ আলোচনা করেন। বৈঠকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, যাত্রী সেবার মানোন্নয়নসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।

এদিকে অন্যান্যদের মধ্যে এসক্যাপের প্রধান পরিচালক (ভারতের দিল্লি মিশন হেড) মিকিকু তানাকা, জাতিসংঘের ট্রান্সপোর্ট বিভাগের প্রধান আজহার জে ডিউক্রেষ্ট, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিস (বিআইআইএস) গবেষণা পরিচালক মাহফুজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫