• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৬:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৬:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খানসামায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

২৫ জুলাই ২০২৩ রাত ০৮:২৭:০১

খানসামায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ব্যাটারিচালিত ভ্যানের এক্সেলের সাথে বিপরীত থেকে আসা ভ্যানের এক্সেলের ধাক্কায় ভ্যান চালক ফরিদুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।

২৫ জুলাই মঙ্গলবার দুপুর ১টার দিকে খানসামা থেকে মনাগঞ্জ যাওয়ার সড়কের আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদুল উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বানগাঁও গ্রামে গ্রামের রুস্তম আলীর ছেলে।

ভ্যানে থাকা যাত্রী আব্বাস আলী বলেন, খানসামা থেকে বাসায় যাওয়ার পথে যখন ভ্যানটি গোবিন্দপুর ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের এক্সেলের সাথে আমাদের ভ্যানের স্কেলের সাথে ধাক্কা লাগে। এতে ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে মাথা এবং বুকে আঘাত পায়।

স্থানীয়রা জানান, উপজেলার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ নিয়ে গেলে সেটি বন্ধ থাকায় বাজারের ফনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে বাসায় নিয়ে আসা হলে লোকজন দেখতে পায় তার হাত-পা নড়ছে। সে একটু পানিও পান করে। পরে ফায়ার সার্ভিস ইউনিটের গাড়িতে করে পাকেরহাট ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মৃত্যু ওই ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫