লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় আবদুল মজিদ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পুটিবিলায় হালিশ্যারপুল এলাকার খালেকিয়া মাদরাসার উত্তর পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত আবদুল মজিদ লোহাগাড়া সদরের ৮নং ওয়াডের মজিদ পাড়ার সালেহ আহমদের ছেলে। তিনি একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ও থানার এসআই মহসিন খন্দকার।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন আবদুল মজিদ প্রতিদিনের ন্যায় ইটভাটায় তার কাজ শেষ করে পায়ে হেটে বাড়ির দিকে আসছিলেন। এ সময় পুটিবিলা এমচরহাট অভিমূখী একটি মোটরসাইকেল তাকে জোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকজনক দেখতে পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শ্রমিক আবদুল আজিজ মারা যান।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available