সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিএম কলেজ ও ভোকেশনালের শিক্ষকরা।
২৬ জুলাই সৈয়দপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষক ফোরামের সভাপতি ও হাজারী হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী।
সৈয়দপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রাজিব উদ্দিনের পরিচালনায় এ সময় দাবিসমুহ তুলে ধরে বক্তব্য রাখেন, সৈয়দপুর লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিলকিস বেগম, আল ফারুক একাডেমির শিক্ষক গোলাম ফারুক, সৈয়দপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, ছমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. এরফানুল হক, চড়াইখোলা কলেজের সহকারি অধ্যাপক আব্দুল হাফিজ হাপ্পুসহ অনেকে।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, একই কারিকুলামে শিক্ষাদানসহ একই নিয়ম মেনে শিক্ষকতা করা হলেও সরকারী প্রতিষ্ঠানের শিক্ষকরা বেশি বেতন ও সুযোগ-সুবিধা পান। এ ধরনের বৈষম্য দূর করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আবেদন জানানো তারা।
তারা আরও বলেন, যতদিন আমাদের দাবি পূরণ হবে না, ততদিন আমরা ঘরে ফিরে যাবো না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available