নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মীরওয়ারিশপুর ফাজিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে।
২৬ জুলাই বুধবার বিকেলে শাহজালাল ইসলামি ব্যাংক চৌমুহনী শাখার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরন।
এর আগে মাদ্রাসা মিলনায়তনে মীরওয়ারিশপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামসুল এরফানের সঞ্চালনায় এবং শাহজালাল ইসলামী ব্যাংক লি. চৌমুহনী শাখার জে এ ভিপি অ্যান্ড ম্যানেজার এম এ হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মামুনুর রশিদ কিরন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এসভিপি ইমাম হোসেন গাজী, মাদ্রাসার পরিচালনা কমিটির কার্যকরী সহ-সভাপতি বেলাল হোসেন বাবুল, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপুসহ আরও অনেকে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ কিরন বলেন, বৈশিক পরিবেশ থেকে রক্ষার জন্য এবং নিজের পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য অন্তত পক্ষে একটি করে হলেও গাছ লাগানো দরকার।
আগামী দ্বাদশ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
পরে মাদ্রাসার তিনশত শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ গাছ বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available