নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্যাথলজিক্যাল টেস্টের কিট ও রিঅ্যাজেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরনা করে সংরক্ষণ না করা এবং স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স নবায়ন না করায় ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৭ জুলাই বৃহষ্পতিবার দুপুরে শহরের দয়ালের মোড় এলাকায় অবস্থিত ওই ২ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজা পারভীন। জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো- পঞ্চভাই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, দুপুরে শহরের দয়াল মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও পঞ্চভাই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, প্যাথলজিক্যাল টেস্টের কিট ও রিঅ্যাজেন্ট যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়নি। ফলে এসব প্যাথলজিক্যাল টেস্টের কিট ও রিঅ্যাজেন্টের গুনগত মান সঠিক ছিলো না। পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স নবায়ন করা হয়নি।
এ জন্য ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালকে ৫০ হাজার টাকা ও পঞ্চভাই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available