রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বিএনপি-জামায়াতের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ২৭ জুলাই বৃহস্পতিবার উপজেলার ফয়লাহাটের পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খন্দকার আব্দুল মবিন বাদী হয়ে রামপাল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালানোর উদ্দেশ্যে সমবেত হয়ে বিস্ফোরক দ্রব্য মজুদ করা, হেফাজতে রাখা এবং বিস্ফোরণ ঘটানোসহ সহায়তা করার অপরাধ করেছে আসামীরা।
আটক আসামীরা হলেন- উপজেলার হুড়কা গ্রামের বাবুল শেখ (৫৫), সোনাতুনিয়া গ্রামের মো. আল আমিন শেখ, গোবিন্দপুর গ্রামের আ. কাদের মোল্লা (২৮), শ্রীরম্ভা গ্রামের মো. হেমায়েত শেখ (৪৫), কালিকাপ্রসাদ গ্রামের মোজাম্মেল শেখ (৪৩), প্রসাদনগর গ্রামের মো. নাজিবর শেখ (৪৬), প্রসাদনগর গ্রামের মো. আ. হালিম (৪৬) ও চাকশ্রী গ্রামের মো.হুমায়ুন কবির সাগর (২৮)।
এ মামলায় আসামীদের মধ্যে আরও রয়েছেন, উপজেলা বিএনপির সদস্য শেখ ফিরোজ কবির, আমিরুল ইসলাম কুটি, মুজিবর জোয়ারদার, আকবর হোসেন আকো, আলী আকবর সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্র দলের আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম।
এর আগে, ২৬ জুলাই বুধবার রাতে উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আসামীদের আটক করে পুলিশ। আটক আসামীদের কাছ থেকে ৪ টি অবিস্ফোরিত ককটেল, ২টি বিস্ফোরিত ককটেলে অংশ, ১৮টি রড, ২৩টি বাঁশের লাঠি, ২টি হাসুয়া ও ১১ জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আলামত জব্দ ও ৮ জন আসামীকে আটক করে তাদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available