নাটোর প্রতিনিধি: নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর কবজি কর্তন মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠানো হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম অভিযুক্ত বাকি ৩ জনের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ৩ জন হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মকুল ও আওয়ামী লীগ কর্মী সেন্টু।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বলেন, মামলার ৪ অভিযুক্ত আদালতে হাজির হয়ে বিচারকের কাছে জামিন আবেদন করেন। আদালত ৩ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরেই সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।
গত ২৩ জুলাই রাতে শহরের ভবানীগঞ্জ এলাকায় সন্ত্রাসীরা মিথুনের ডান হাতের কবজি কেটে দেয়। এ ঘটনায় ২৫ জুলাই নাটোর সদর থানায় মিথুনের ছোট ভাই স্বপ্ন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available