• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৯:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৯:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভুল ঠিকানায় প্রবাসীর মরদেহ দাফনের পর পুনরায় উত্তোলন

২৮ জুলাই ২০২৩ বিকাল ০৩:৩৭:৫৩

ভুল ঠিকানায় প্রবাসীর মরদেহ দাফনের পর পুনরায় উত্তোলন

যশোর (দক্ষিন) প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে মোজাম্মেল হক নামে এক সৌদি প্রবাসীর মরদহে দাফনের পর পুনরায় উত্তোলন করা হয়েছে। ২৭ জুলাই বৃস্পতিবার সন্ধ্যায় বাগআঁচড়া কায়বা রাড়িপুকুর কেন্দ্রীয় কবরস্থান থেকে এ মরদেহটি উত্তলন করা হয়। মৃত মোজাম্মেল হক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জবডব গ্রামের মৃত্যু তৈয়ের আলীর ছেলে।

জানাগেছে, অভাবের সংসারের সচ্ছলতার জন্য দীর্ঘ ২৫ বছর ধরে সৌদিতে কাজ করছিলেন মোজাম্মেল হক। গত ১৭ জুলাই হঠাৎ স্ট্রোক করে তার মৃত্যু হয়। এদিকে শার্শার বাগুড়ী গ্রামের ফারুক হোসেনের ছেলে সৌদি প্রবাসী রুবেল হোসেন গত ৩ জুলাই সৌদিতে কর্মরত অবস্থায় মৃত্যুবরন করেন। উভয়ের মরদেহ সৌদিতে একই হিমাগারে রাখা হয়। কিন্তু কতৃপক্ষের ভুল সনাক্তের কারনে মোজাম্মেল হকের মরদেহটি শার্শার বাগুড়ী গ্রামে পৌছালে বুধবার রাতে বাগআঁচড়া কায়বা রাড়ীপুকুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ অবস্থায় মৃত্যু মোজাম্মেল হকের সৌদি প্রবাসী ভাইয়ের ছেলে মৃত্যুদেহটি কফিন করার সময় দেখেন যে সেটি তার চাচা মোজাম্মেল হকের নয়। শার্শার বাগুড়ী গ্রামের সৌদি প্রবাসী রুবেলের মৃত্যুদেহ। সে জানতে পারে রুবেলের পরিবর্তে তার চাচা মোজাম্মেল হকের মরদেহ শার্শার বাগুড়ী গ্রামে পৌঁছে গেছে। এ সংবাদ সে তার দেশের গ্রামেরবাড়ীতে দিলে মোজাম্মেল হকের ভগ্নিপতি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জবডব গ্রামের আব্দুল আজিজের ছেলে ইনামুল হক সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে স্থানীয় কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনকে অবহিত করেন। এসময় স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে মোজাম্মেল হকের মরদহটি কবর থেকে উত্তলন করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে শার্শার কায়বা ইউনিয়নে চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, কিশোরগঞ্জ সৌদি প্রবাসী মোজাম্মেল হকের মরদেহটি ভুলে কায়বার বাগুড়ী গ্রামে পৌছালে তার পরিচয় না পাওয়ায় বুধবার রাতে স্থানীয়রা দাফন করেছিল। পরে তার পরিবারের লোকজন তার মরদেহটি দাবি করলে সেটি উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পালের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি আমাকে জানিয়েছে। তবে এটি আমার দ্বায়িত্ব নয় বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বায়িত্ব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫