সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এবারে এসএসসি পরীক্ষায় ২৮ প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ২ হাজার ৬৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৬৩ জন। তিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এবার সৈয়দপুরে পাশের হার দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯১ ভাগ।
সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ থেকে অংশ নেয় ১১৬ জন। পাশ করেছে সকলেই। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। আল ফারুক একাডেমি থেকে ১৯১ জনের মধ্যে সকলেই পাশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন এবং তুলশীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৯ জন অংশ নিয়ে পাশ করে সকলে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।
সৈয়দপুরে ২৮ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯ প্রতিষ্ঠান থেকে জিপিএ- ৫ পেয়েছে ৪৬৩ জন। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে। এ প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৩৮৭ জন। পাশ করেছে ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে অংশ নেয় ২২৫ জন। পাশ করেছে ২২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন।
জিপিএ-৫ পাওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হল- সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ৩ জন, তুলশীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন, পাইলট বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ১ জন, শেরে বাংলা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, আল ফারুক একাডেমি থেকে ৩৫ জন, ক্যান্টবোর্ড উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, খালিসা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, ছমির উদ্দিন আদর্শ বিদ্যালয় থেকে ১ জন, চওড়া উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, সৈয়দপুর সরকারি বিঞ্জান কলেজ থেকে ১০৮ জন, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৬ জন, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৩ জন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুল থেকে ১ জন।
সৈয়দপুর ২৮ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯ প্রতিষ্ঠান থেকে কেউ পায়নি জিপিএ-৫।
সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিয়ার রহমান সরকার জানান, আমরা সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছি। এ সাফল্যে আমরা খুবই আনন্দিত।
এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available