সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সালেহ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
২৮ জুলাই শুক্রবার ভোরে সদর ইউনিয়নের উনাই হাওরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার হাইডর গ্রামের আলাউদ্দিনের ছেলে। ঘটনাটি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, ডাকাত সন্দেহে লাবু, আলীর গ্রাম ও দেওয়ার গ্রামের লোকজন ঐ যুবককে গণপিটুনি দেন। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম খান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালেহ আহমদকে কুখ্যাত গরু চোর দাবি করে পুলিশ জানায়, তিনি চোর চক্রের সক্রিয় সদস্য। তার নামে বিভিন্ন থানায় চুরি, মারামারির, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ টি মামলা রয়েছে। এছাড়া গোয়াইনঘাট থানার একটি চুরি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও দুটি রামদা জব্দ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available