মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান চুরির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জুলাই বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকার সহর আলীর ছেলে কফিল উদ্দিন (৪০), একই উপজেলার মুলাইদ গ্রামের ইসতম আলীর ছেলে মকবুল হোসেন (৩৫), ভেটিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল মিয়া (২৩) ও একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে আশিক মিয়া (১৯)।
জানা যায়, একটি আন্তর্জাতিক গাড়ি চোরাইচক্রের সক্রিয় সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গাড়ি বিক্রির নামের বিজ্ঞাপন দিয়ে আসছিল। তেমনি একটি সূত্রের সন্ধান করতে গিয়ে হবিগঞ্জের মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের সূত্র ধরে চোরাই গাড়ি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাধবপুর সদর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে চৌধুরী ফার্নিচারের একটি মিনি ট্রাক চুরি হয়। এরপর পুলিশ গাড়ি উদ্ধারে অভিযান চালায়। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘একলা আকাশ ধ্রুবতারা’ নামে একটি সাইটে পিকআপের ছবিসহ ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপনটি গাড়ির মালিক আফজাল চৌধুরীর নজরে আসে। কৌশলে পুলিশসহ গাড়ির মালিককে ক্রেতা সাজিয়ে দরদাম করা হয়। গাড়ি মালিক চুরি যাওয়া গাড়িটি শনাক্ত করলে মাধবপুর থানার এসআই সাইদুল ইসলাম শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় বুধবার সকালে চোরাই পিকআপটি উদ্ধার করেন। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য। দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গাড়ি চুরি করে। বৃহস্পতিবার গাড়ি চুরির মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available