• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৩:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৩:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক ২

২৯ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫২:১৮

আখাউড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে অপহরণ করে তুলে নেয়ার চেষ্টাকালে প্রতিবাদ করায় দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক বিশ্বজিৎ পালের উপর ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। ২৮ জুলাই শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হল, মাহাফুজ মিয়া ও সুমন। তারা সম্পর্কে বাবা-ছেলে।

আটক হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় থানায় রাতে মামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে ২ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে পাঁচটার দিকে উপজেলার দেবগ্রামের বাসিন্দা সুমন ভূঁইয়া স্ত্রীসহ ছয় মাসের শিশু সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে আসেন রাধানগরের দাসপাড়ার দি কমফোর্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ক্লিনিকে থাকা চিকিৎসক কাজী মাজহারুল ইসলামের কাছে শিশু সন্তান দেখান। চিকিৎসক থেকে ব্যবস্থাপত্র নিয়ে চেম্বার থেকে বের হন সুমন। সেসময় ক্লিনিকের ব্যবস্থাপকের দায়িত্বে সালমা আক্তার, সুমনের কাছে চিকিৎসকের ৪০০ টাকা ভিজিট চান। এতে ক্ষিপ্ত হন সুমন। এক পর্যায়ে সালমার সঙ্গে দুর্ব্যবহার করে সুমন। পরে ঘটনাস্থলে এগিয়ে ক্লিনিকের একজন আশিষ সাহার সঙ্গে খারাপ আচরণ করেন। চিকিৎসক দেখানের ভিজিট না দিয়েই ক্লিনিকের মালিককে ভয় ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান সুমন। 

বিকেলে ছয়টার দিকে ওই ক্লিনিকে চিকিৎসক দেখাতে যান সাংবাদিক বিশ্বজিৎ পাল। বিকেল সাড়ে ছয়টার দিকে সুমন সঙ্গে ২০-২৫জন লোক নিয়ে ওই ক্লিনিকে যান। সুমনের নেতৃত্বে লোকজন ক্লিনিকের ব্যবস্থাপক সালমা তুলে নিতে এগিয়ে যায়। তখন ঘটনার প্রতিবাদ করে বাঁধা দিতে গেলে সুমনের নেতৃত্বে লোকজন সাংবাদিক বিশ্বজিতের ওপর হামলা চালায়। সাংবাদিক বিশ্বজিৎকে বাঁচাতে এগিয়ে গেলে শান্ত পাল ও  আনন্দ পালকে তারা মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫