নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৩০ জুলাই রোববার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।
এ উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম, সোনালী আঁশ নিয়ে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, ছড়ি নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, বেলুন নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও রকেট প্রতীক নিয়ে মনজুরুল ইসলাম ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং দুই লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী।
প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬ ও সাধারণ কেন্দ্রগুলোয় ১৫ সদস্য মোতায়েন থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available