আরিফ চৌধুরী, গাজীপুর প্রতিনিধি: মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।
২৯ জুলাই শনিবার রাতে টঙ্গীর নোয়াগাঁও এলাকার নিজ বাসভবনে তিনি ৬৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৩৯ লক্ষ ২৩ হাজার টাকার চেক বিতরণ করেন।
চেক বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামোর রক্ষণাবেক্ষণের সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ৬৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৩৯ লক্ষ ২৩ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের যে বরাদ্দ দেন, তার মাধ্যমেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়। আর্থিক সহায়তার কারণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আরও গতিশীল করতে পারবে। ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে আমরা পাশে থাকবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available