মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ১১ নম্বর আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্নভাবে নির্যাতনের শিকার ৮ ইউপি মেম্বারসহ ইউনিয়নবাসী।
৩০ জুলাই রোববারবেলা এগাটার দিকে ভুক্তভোগি আট মেম্বার এবং আজগানা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নির্যাতিত ও হয়রানীর শিকার সহশ্রাধিক মানুষ চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের অত্যাচার থেকে বাঁচতে তাকে অপসারনের দাবিতে হাটুভাঙ্গা বাজারে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধন শেষে ভুক্তভোগিরা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির ফেস্টুন ও ব্যানার নিয়ে হাটুভাঙ্গা বাজারের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ করে গোড়াই-সখীপুর রোড অবরোধ করে।
এসময় চেয়ারম্যান আব্দুল কাদের কর্তৃক এই ইউনিয়নের সাবেক ২ বারের সফল চেয়ারম্যান মুক্তিযোদ্ধাদের সংগঠক মরহুম সাহাব উদ্দিন সরকারকে রাজাকার বলায় এর প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি আব্দুল কাদেরের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন তারা।
এসময় বিক্ষোভ মিছিলটি কাঁচা বাজার এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ৫ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের সভাপতিত্বে চেয়ারম্যানকে অপসপারনের দাবিতে বক্তব্য রাখেন, নারী ইউপি সদস্য লুবনা আক্তার, সাবেক ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, ইউপি মেম্বার নুরুল হক প্রমুখ। প্রতিবাদ সমাবেশে তারা বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নানা অপকর্মে লিপ্ত হন।
এর আগে চেয়ারম্যানকে অপসারণের দাবিতে এই ইউনিয়নের আট মেম্বার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available