খাগড়াছড়ি প্রতিনিধি: তীব্র দাবদাহে পুড়ছে পার্বত্য জেলা খাগড়াছড়ি । অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চৈত্রের খরতাপে হাসফাঁস অবস্থা আর সাথে যোগ হয়েছে লোডশেডিং। গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়েছে জ্যামিতিক হারে।
খাগাড়াছড়িতে দিনে ১০-১২ ঘন্টা লোডশেডিং চলে। মাঝেমধ্যে গভীর রাত পর্যন্ত থাকে না বিদ্যুত। অসহনীয় গরমে লোডশেডিংয়ের কারণে ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের পরাশুনা । স্থানীয়রা রাতে ধুমাতে পারছে না ঠিকমতো।
খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলায় মোট ৩২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ রয়েছে মাত্র ১৪ মেগাওয়াট। বর্তমানে ১৮ মেগাওয়াট বিদ্যুতের নিয়মিত ঘাটতি রয়েছে। তাই লোডশেডিং করে ঘাটতি মেটানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে প্রচন্ড গরমে কিছুটা স্বস্তি পেতে অনেকেই বেছে নিচ্ছেন অস্বাস্থ্যকর পানীয়। ফলে জেলায় বেড়েছে ডায়রিয়া, সর্দিকাশি, জ্বর, পানিশূন্যতাসহ অন্যান্য পানিবাহিত রোগ। বিশেষ করে বয়স্ক ও শিশুরা রোগবালাইয়ে বেশি আক্রান্ত হচ্ছে। গরম ও পানিবাহিত রোগ থেকে বাঁচতে তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন রোদ এড়িয়ে চলার। পাশাপাশি পরামর্শ দিয়েছেন বেশি করে বিশুদ্ধ পানি, লেবু শরবত ও খাবার স্যালাইন খাওয়ার।
এ বিষয়ে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available