• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে অসহায় নারীকে ভিটা-বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ

৩১ জুলাই ২০২৩ বিকাল ০৪:৫২:১২

নবীনগরে অসহায় নারীকে ভিটা-বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের বোনকে তার ভিটা বাড়ি থেকে বের করে দিয়েছে ভাই বাবুল মিয়া ও স্ত্রী ভাবী রাশিদা বেগম। ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তা চেয়েও কোন প্রতিকার পায়নি সেই অসহায় নারী রীনা বেগম।

এ ঘটনায় ৩১ জুলাই সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান।
 
স্থানীয় সুত্রে জানা যায়, নারায়নপুর গ্রামের আবদুল মজিদ মিয়ার ৪ ছেলে ও ৩ মেয়ে। পিতার ওয়ারিশ সুত্রে প্রাপ্ত বসত ভিটাতে রীনা বেগম তার স্বামী সন্তানদের নিয়ে বসবার করে আসছেন। তার ভাই বাবুল ও ভাবী রাশেদা বেগম ওই সম্পত্তি দখলের জন্য প্রায়ই নানা কৌশলে নির্যাতন চালাতো। এই অত্যাচার থেকে রক্ষা পেতে রীনা আদালতে মামলা করলে তারা তার উপর আরও নির্যাতন বাড়িয়ে দেয়।

শনিবার তার ভাই-ভাবী লোকজন নিয়ে এসে তাদের উপর হামলা করে টাকা পয়সা স্বর্ণাংকার প্রয়োজনীয় বই কাগজপত্র নিয়ে যায় এবং তাদের ঘর থেকে বের করে দেয়। এর ঘটনায় ৯৯৯ পুলিশের সহায়তার চাইলেও পুলিশ কোন সঠিক প্রতিকার করতে পারেনি। ওই নির্যাতিত অসহায় নারী তার পরিবার ও নিজের নিরাপত্তা ও ন্যায বিচার চেয়ে প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত রাশিদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, রীনা বেগম তার প্রাপ্ত জমি বিক্রী করে নিয়ে গেছে। সে ঢাকায় থাকে। তার স্বামী আমার ভাসুরের জায়গায় একটি ঘরে থাকে। ভাসুর সেই জায়গা বিক্রী করে দেওয়ার কারণে রীনার জামাইকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে।

এ ঘটনায় নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ সোহেল বলেন, প্রতিকার পায়নি কথাটি সঠিক নয়, পুলিশ সেখানে যায় এবং বসবাসের নির্দেশনা দিয়ে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২