• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন

৩১ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫০:০২

সৈয়দপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ১ মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুরসহ আহত করা হয়েছে বেশ কয়েকজনকে। ২২ জুলাই শনিবার শহরের মোজার মোড় ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ৩০ জুলাই রাতে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা ইব্রাহীম আলি ভান্ডারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আব্দুল কাইয়ুম ও শেখ নাসিম নামে ২ জনের কাছ থেকে তিনি ২০১১ সালে বাড়ীসহ কিছু জমি ক্রয় করেন। পরে তিনি ঐ বাড়ীতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে বাড়ীর যাতায়াতের রাস্তাটি নিজের দাবি করে গত ২২ জুলাই স্থানীয় আরিফ হোসেন, হাবিব হোসেন, আজিজ এবং মনোয়ারা বেগম লাঠি সোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময়  গুরুতর আহত হন মুক্তিযোদ্ধার ২ পুত্রবধু নাসরিন ও খাদিজা। তাদের উভয়ের মাথায় আঘাতের ফলে রক্তক্ষরণ হয়। এসময় তাদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় সৈয়দপুর থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। এদিকে দীলিপ ও বলরাম নামে দুজন মামলা তুলে নেয়ার জন্য তাকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সঠিক কাগজপত্র দেখার জন্য উভয়কে নোটিশ প্রদান করবো। তারপর যাদের কাগজপত্র ঠিক থাকবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫