• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালীগঞ্জে আত্মহত্যার প্ররোচণায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন

৩১ জুলাই ২০২৩ রাত ০৯:৩৭:২২

কালীগঞ্জে আত্মহত্যার প্ররোচণায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পুত্রবধু জান্নাতুন নুর মৌমিতাকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তার পিতা মো. রেজাউল ইসলামের (মাস্টার) বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঐ পুত্রবধুর শ্বাশুরি জাহানারা বেগম। 

৩১ জুলাই সোমবার দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনকারী জাহনারা বেগম উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনৈক রবিউল ইসলামের স্ত্রী।

লিখিত বক্তব্যে জাহানারা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে মো. রাজিব হোসেনের (২৪) সাথে একই ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের রেজাউল ইসলামের কন্যা জান্নাতুন নুর মৌমিতার (১৮) প্রেমের সম্পর্ক ছিলো। ওরা সবার অজান্তে বিয়ে করে। বিষয়টি জানাজানি হওয়ার পর ছেলে-মেয়েদের সুখের কথা চিন্তা আমরা এ বিয়ে মেনে নেই এবং মেয়ের পিতা রেজাউল ইসলামের কাছে বিয়ে মেনে নেয়ার জন্য যাই। এসময় রেজাউল আমাদেরকে চরম অপমান করে তাড়িয়ে দেয়। কয়েকদিন পর রেজাউল ইসলাম তার মেয়েকে ডিভোর্স দিতে বাধ্য করলে আমরাও রাজিবকে বিদেশে পাঠিয়ে দেই। সম্প্রতি রাজিব বিদেশে থাকা অবস্থায় মৌমিতা আবারও পালিয়ে আমাদের বাড়িতে চলে আসে। তখন আমি মেয়ের বাবা রেজাউল ইসলামকে খবর দিয়ে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে মৌমিতকে তার হাতে তুলে দিই। পরবর্তিতে রাজিব ছুটিতে বাড়িতে আসলে মৌমিতা আবারও রাজিবের সাথে পালিয়ে বিয়ে করে । এবার মৌমিতার বাবা রেজাউল ও ভগ্নিপতি শিমুল মৌমিতাকে নির্যাতন করে জেরপূর্বক তালাকনামায় সাক্ষর করায়। এ ঘটনার একদিন পর মৌমিতা আবার পালিয়ে এসে রাজিবকে বিয়ে করে এবং তারা ২ মাস সংসার করে। এক পর্যায়ে মৌমিতার বাবা রেজাউল বিয়ে মেনে নেয়ার কথা বলে কৌশলে মৌমিতাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তালাকনামায় স্বাক্ষর করিয়ে অন্যত্র বিয়ে দেয়। এ ঘটনায় রাজিব মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং আবারও বিদেশে চলে যায়।  

এদিকে অন্যত্র বিয়ে মেনে নিতে না পারায় গত ২৯ জুলাই বিষপানে আত্মহত্যা করে মৌমিতা। মৌমিতা নিজের ইচ্ছায় আত্মহত্যা করেনি , বরং তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তার পিতা রেজাউল ইসলাম।

জাহানারা বেগম আরও অভিযোগ করে বলেন, রেজাউল ইসলাম আমাদের পরিবারকে বিভিন্ন সময় নানাভাবে হয়রানি করেছে। এখনও হয়রানি করে যাচ্ছে। আমরা রেজাউল ইসলামের ভয়ে নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫