• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাছের সাথে এ কেমন শত্রুতা?

১ আগস্ট ২০২৩ দুপুর ১২:৩৫:১৪

গাছের সাথে এ কেমন শত্রুতা?

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে নাটোর সদরে এক কৃষকের ২৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ৩০ জুলাই সোমবার সকালে উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা মধ্যে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মাঝদীঘা মধ্যে পাড়া গ্রামের মৃত আহাদ আলী শাহ’র ছেলে ভুক্তভোগী কৃষক মো. ইউনুছ আলী শাহ দুষ্কৃতিকারীদের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

কৃষক মো. ইউনুছ আলী শাহ জানান, পূর্ব শত্রুতার জেরে আমার আপন ভাই কোরবান ও শাহাদাৎ, তার ১০-১২ জন নিকট আত্মীয়-স্বজন মিলে সোমবার সকালে  মাঝদীঘা ২৫ নং মৌজায় অবস্থিত তাদের লিজ নেওয়া ৬ বিঘা জমিতে একটি পুকুর ও পুকুরের পাড়ে থাকা ২৫০টি কলাগাছ কেটে ফেলে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগান থেকে কলাগাছ কাটার পর বাগানের আশপাশের বিভিন্ন গর্তে গাছগুলো ফেলে রেখে যায় অভিযুক্তরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কোরবান ও শাহাদাৎ কলাগাছ কাটার কথা অস্বীকার করে বলেন, ওই জমিটা আমাদের। ইতোপূর্বে আমরা ওই জমি লিজ নিয়েছিলাম। কিন্তু লিজের টাকা সময় মতো না দিতে পারায় আমরা পুকুর ও পুকুরের পাড়ে থাকা কলাগাছ দখল নিয়েছি। ইউনুছ লিজের টাকা না দিয়ে জোরপূর্বক পুকুর ও কলাগাছ দখল নিতে চাইছে। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হয়রানির চেষ্টা চালাচ্ছে তারা। ওই জমিটা আমাদের শরীকদের ।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম আহমেদ  বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০