চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
১ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। পরে বৃক্ষমেলা পরিদর্শন করেন অতিথিরা। বৃক্ষমেলায় মোট ২৫টি স্টলে বিভিন্ন জাতের গাছ প্রদর্শন করা হচ্ছে।
বৃক্ষমেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা সহকারী বন সংরক্ষক মেহদীজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বৃক্ষরোপণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। প্রত্যেককে কম পক্ষে তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দেন বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available