কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাসুম সরকার (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ জুলাই রোববার বিকেলে উপজেলার কামাল্লা গ্রামের মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকায় এ ঘটনাটি ঘটে। রাতেই নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন বাদী হয়ে এজহারভুক্ত ৪ জন ও অজ্ঞাত নামা ৩ জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে।
আসামীদের মধ্যে মৃত ছিদ্দিকিুর রহমানের ছেলে জামির হোসেন (৪৩) ও জহিরুল হকের ছেলে রাসেল (২২)কে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন জানান, প্রতিবেশী মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটু মিয়া আমাদের গ্রামে ড্রেজার ব্যবসা করতো। ওই ড্রেজার ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার বড় ভাই মাসুম সরকারের সাথে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে ২৯ জুলাই শনিবার আমার বড় ভাই মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে সিদ্দিকুর রহমানের ছেলেরা। পরে বিষয়টি নিয়ে মুরাদনগর থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার বিকেলে কামাল্লা মাদ্রাসা মাঠে মাসুম ফুটবল খেলা দেখতে গেলে ঘাতকরা তার উপর হামলা করে। এসময় ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available