ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে মনিরুজ্জামান টোটন নামে এক শিক্ষক আহত হয়েছেন। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে কলাপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে ঝুটন মিয়া।
আহত মনিরুজ্জামান টোটনের ছোট ভাই আনোয়ার লোটন জানান, ১ আগস্ট মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া এলাকায় আরিফ মাস্টারের কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, ঝুটন একজন বখাটে ছেলে, সে সব সময় শিক্ষার্থীদের রাস্তায় বিরক্ত করতো। শিক্ষক মনিরুজ্জামান টোটন অনেকবার তাকে বুঝিয়েছেন এবং নিষেধ করেছে। ওইদিন ইভটিজিংয়ের ঘটনা দেখে প্রতিবাদ করতে গেলে হামলা চালায় ঝুটন। হামলার এক পর্যায়ে ঝুটন তার মাথায় আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত জেলা শহরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা খুবই আশংকাজনক।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, মনিরুজ্জামান আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে শুনেছি। বিষয়টি ভালোভাবে খোঁজখবর নিতে হবে। তারপর কি করা যায় দেখবো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, বিষয়টি আমি শুনেছি, খুবই ন্যাক্কারজনক ঘটনা। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করছি।
এ বিষয়ে অষ্টগ্রাম থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামানের (বিপিএম) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা জানান, বিষয়টি আমি আগে শুনেনি, এখন খোঁজখবর নিচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available