ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ ডব্লিউ এম আব্দুল হক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামানসহ বিভিন্ন ইউনিটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা, শিক্ষার্থীদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে আলোচনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available