বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরে একটি মিষ্টির দোকান ও দু’টি ফলের দোকানকে ২১ হাজার, দুই জন মাছ বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২ আগস্ট বুধবার সকালে সদরের বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হুসাইন।
এসময় তিনি বাজিতপুর বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন আমেরিকান সিটি রসের মিষ্টির দোকানে মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও দই রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া বাজিতপুর বাজারে রাস্তার উপর বিভিন্ন মালামাল রাখার কারণে আল-আমিনের ফলের দোকানকে ৩ হাজার ও একই রাস্তার রকিব মিয়ার ফলের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
অন্য আরেকটি অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক মৎস্য সংরক্ষণ আইনে হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা, অন্নি দাসকে ২ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available