রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে আপন বড় ভাইকে হত্যা করার পর পালিয়ে থাকা ছোট ভাইসহ তার সহযোগিকে গ্রেফতার করেছে র্যাব। ২ আগস্ট মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় র্যাব-১ অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- পীরগঞ্জ উপজেলা ওসমানপুর বৈরাগীপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মহিবুল ইসলাম (৩০) ও একই গ্রামের আপেল উদ্দিনের ছেলে মো. আব্দুল মালেক (৩৮)।
৩ আগস্ট বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই রাতে ছোট ভাই মহিবুল ইসলামের সঙ্গে মাদক ব্যবসার জের ধরে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মহিবুল একটি ধারালো অস্ত্র দিয়ে তার বড় ভাই হেলাল মিয়ার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হেলাল মিয়া (৪০) মারা যান। ওই ঘটনার পর থেকে মহিবুলসহ তার সহযোগী আত্নগোপনে চলে যায়।
এ ঘটনায় নিহত হেলাল মিয়ার স্ত্রী মালেকা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা মাহমুদ বশির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার ভাইকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের ঘটনায় জড়িত বাকি আসামীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available