গাইবান্ধা প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
৩ আগস্ট বৃহস্পতিবার গাইবান্ধার পলাশবাড়িতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে উপজেলা টাউনহলে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সহ-ভাপতি সাইফুলার রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available