• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

স্ত্রীর সাথে মোবাইলে কথা কাটাকাটির জেরে পুলিশ সদস্যর আত্মহত্যা

৫ আগস্ট ২০২৩ সকাল ০৮:১৩:২৫

স্ত্রীর সাথে মোবাইলে কথা কাটাকাটির জেরে পুলিশ সদস্যর আত্মহত্যা


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ফিরোজ আহাম্মেদ (২৭) নামে এক পুলিশ সদস্য। ৪ আগস্ট বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলা শহরের সোনালী ব্যাংকের প্রধান শাখায় নিরাপত্তা দেওয়ার সময় নিজ রাইফেল দিয়ে গুলিবিদ্ধ হয়ে এই আত্নহত্যার ঘটনা ঘটে।

মারা যাওয়া পুলিশ সদস্য ফিরোজের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মির্জাপুর আফতাবগঞ্জ এলাকায়।  তিনি ওই এলাকার আবু সাইদের ছেলে।

ফিরোজ  গত ৩১ জুলাই পঞ্চগড় সোনালী ব্যাংকের নিরাপত্তা শাখায় যোগদান করেছিলেন। সদর থানা পুলিশের ধারণা, স্ত্রীর সাথে অভিমান করেই আত্মহত্যা করেন ফিরোজ।

পুলিশ আরও জানায় বৃহস্পতিবার গভীর রাতে প্রতিদিনের মতো পঞ্চগড় সোনালী ব্যাংকে নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছিলেন ফিরোজ। ফিরোজ তার স্ত্রী উপমার সাথে মোবাইল ফোনে কথা বলার সময় মনোমালিন্য হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন ফিরোজ । পরে তার স্ত্রী উপমা রাত ১টার দিকে শ্বাসকস্ট নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। এই খবর শুনে নিজের রাইফেল গলায় ঠেকিয়ে গুলি চালিয়ে দেন ফিরোজ। পরে ওই ব্যাংকের কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মির্জা সাইদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ফিরোজের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫